বিপ্লব বেহাত হয়ে গেল?
পুলিশ কর্মবিরতিতে, সরকারও এখন পর্যন্ত গঠিত হয়নি। দেখুন, আমেরিকার মতো দেশেও কয়েকঘন্টা বিদ্যুৎ না থাকলে লুটপাট শুরু হয়ে যায়। সেখানে একটি দেশ দুই দিন যাবত কোনো সরকার ও পুলিশ ছাড়াই চলছে! এরকম পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার ব্যপক অবনতিই এক্সপেক্টেড। ছিঁচকেচোর থেকে শুরু করে সন্ত্রাসী – সবাই স্বার্থ হাসিলের চেষ্টা করবে, এমনকি কেউ কেউ ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশও এই সুযোগে ঘটানোর চেষ্টা করবে। কিন্তু ঘটনা ঘটেছে উলটো। দেশের মানুষ … Continue reading বিপ্লব বেহাত হয়ে গেল?