উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের জন্য একটি অনন্য মাইলফলক। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো উইকিভ্রমণে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। তবে ২০২৩ সালেও বিশ্ব পর্যটন দিবসে একটি এডিটাথন আয়োজিত হয়েছিল। প্রতিযোগিতাটি চলে ১লা অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত।
উইকিভ্রমণ বিশ্বভ্রমণের একটি উন্মুক্ত নির্দেশিকা। এটি বিশ্বজুড়ে নানা দর্শনীয় স্থান, ভ্রমণ কার্যক্রম, খাদ্যাভ্যাস ও আবাসন সম্পর্কিত নিবন্ধের জন্য উইকিপিডিয়ার প্রাতিষ্ঠানিক, অ-বাণিজ্যিক সহপ্রকল্প। ২০১৩ সালে ইনকিউবেটরে উইকিভ্রমণ প্রকল্পের বাংলা সংস্করণের কার্যক্রম শুরু হয়। কয়েকজন উইকিমিডিয়ানের সম্মিলিত প্রচেষ্টায় এটি মূল সাইট পায় ২০১৮ সালের ৭ জুন। ২০১৩ থেকে শুরু করে ২০২৪ এর অক্টোবর পর্যন্ত নিবন্ধ তৈরি হয় মাত্র ৯৪০ টি, প্রতিযোগিতার পর যা দাঁড়ায় ২০৫৪ টিতে। নিবন্ধ সংখ্যা ও কার্যক্রমের দিক দিয়ে অন্য বাংলা সহপ্রকল্পগুলো থেকে এটি ছিল বেশ পিছিয়ে। বিদ্যমান নিবন্ধেরও ছিল কপিরাইট লংঘন, নীতিমালা অনুসরণ না করার মতো নানা সমস্যা। বিভিন্ন আলোচনায় এতোসব সমস্যা ও অবদানকারী না থাকার একটি কারণই বারবার উঠে এসেছিল তা হলো এখানে অবদান রাখার পদ্ধতি না জানা। তাই নতুন অবদানকারী তৈরি করা ও পুরাতনদের প্রশিক্ষিত করতে আয়োজন করা হয় উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪।
প্রতিযোগিতায় পুরস্কার না থাকলে সাধারণত অংশগ্রহণকারীদের আগ্রহ থাকে কম। তাই উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে ছোট আকারের একটি অনুদান চাওয়া হয়েছিল। প্রতিযোগিতা শুরুর দুইদিন বাকি থাকতেও যখন অনুদানের ব্যাপারে কোনো হালনাগাদ পাওয়া যাচ্ছিলো না, তখন আশঙ্কা জেগেছিল হয়তো এটি আয়োজন করা সম্ভব হবেনা। কিন্তু, সৌভাগ্যবশত কিংবা চাপ প্রয়োগের ফলে যে কারণেই হোক, প্রতিযোগিতা শুরুর ঠিক আগেরদিন অনুদান অনুমোদিত হয়। এরপর আয়োজক দল নিরলস পরিশ্রম করে মাত্র একদিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে। বিশেষ ধন্যবাদ জানানো যেতে পারে কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রশাসক DerHexer কে, যিনি তাড়াহুড়ো করে প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় বিজ্ঞপ্তি ব্যানার তৈরি করেছেন।
প্রত্যাশার বাইরে সাফল্য
শেষ মুহূর্তের এসব চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রতিযোগিতাটি তার মূল লক্ষ্য থেকে অনেক বেশি ফলাফল অর্জন করেছে। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ৫০টি নতুন নিবন্ধ তৈরি করা, কিন্তু প্রতিযোগিতা শেষে এই সংখ্যা বেড়ে গিয়েছে ১,০০০টিরও বেশি— যা মূল লক্ষ্যটির চেয়ে বিশ গুণ বেশি! এই অসাধারণ সাফল্যের কিছু পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো:
- নিবন্ধের সংখ্যা: উইকিভ্রমণের নিবন্ধের সংখ্যা প্রতিযোগিতার পূর্বে ছিল ৯৪০টি, প্রতিযোগিতার পর হয় তা বেড়ে হয় ২০৫৪টি।
- অংশগ্রহণকারীর সংখ্যা: মোট ৩৫৫ জন ব্যবহারকারী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন, যার মধ্যে ৭৬ জন অবদানকারী নিবন্ধ জমা দিয়েছেন, যার ৭১ জনই নবাগত।
- শব্দ সংখ্যা: প্রতিযোগিতার আগে উইকিভ্রমণের মোট শব্দ ছিল মাত্র ০.৪৭ মিলিয়ন। প্রতিযোগিতা শেষে এটি বেড়ে দাঁড়ায় ৪১ মিলিয়নে!
- বৈশ্বিক র্যাঙ্কিংয়ে উন্নতি: বাংলা উইকিভ্রমণ উইকিভ্রমণ প্রকল্পগুলোর মধ্যে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ১৯তম স্থান থেকে ১৩তম স্থানে উন্নীত হয়েছে। এটি একটি দ্রুতবর্ধমান অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে উইকিমিডিয়ায় একটি উল্লেখযোগ্য অর্জন।
নতুন অবদানকারীদের ক্ষমতায়ন
প্রতিযোগিতার মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি ছিল যতটা সম্ভব বেশি মানুষকে অংশগ্রহণের সুযোগ প্রদান, বিশেষ করে নবাগতদের। এটি অর্জন করতে আয়োজকরা উইকিভ্রমণে অবদান রাখার উপায় সম্পর্কে একাধিক টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছেন এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সরাসরি সাপোর্ট প্রদান করেছেন। এছাড়া আয়োজকরা প্রতিযোগিতার আলাপ পাতা, ফেসবুক পেইজের মাধ্যমেও নতুন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বেশিরভাগ অবদানকারী মোবাইল ডিভাইস ব্যবহার করেন। বিশেষ ধন্যবাদ আল রিয়াজউদ্দীনকে, যিনি একটি মোবাইল-বান্ধব টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছেন।
রেকর্ড সময়ে ফলাফল প্রকাশ
আমাদের একটি লক্ষ্য ছিল বাংলা উইকিসম্মেলনে যাতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা যায়। কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র সাত দিনের মধ্যে পর্যালোচনা শেষ করতে না পারলে সেটি করা সম্ভব ছিল না। আবার হাজারখানেক নিবন্ধ মাত্র এক সপ্তাহের মধ্যে পর্যালোচনা শেষ করাও ছিল অত্যন্ত কঠিন কাজ। তবে, বিচারক প্যানেলের নিষ্ঠার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ, আমরা মাত্র সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়েছি।
আমরা মহীন রীয়াদকে বিশেষ স্বীকৃতি দিতে চাই, যিনি সর্বাধিক সংখ্যক নিবন্ধ পর্যালোচনা করেছেন। পুরো বিচারক প্যানেলের যৌথ প্রচেষ্টার ব্যতিরেকে এই প্রতিযোগিতা এতটা সফল হত না।
শীর্ষ অবদানকারী
প্রতিযোগিতার সাফল্যের অংশীদার এর ৭৬ জন অংশগ্রহণকারীর সবাই, তাদের কঠোর পরিশ্রম ছাড়া এটি সফল হত না। এখানে শীর্ষ তিন জন অবদানকারীর নাম উল্লেখ করা হলো, যাদের নিষ্ঠা এবং উদ্দীপনা প্রতিযোগিতার সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:
- ইকবাল হোসেন (প্রথম স্থান) ইকবাল হোসেন প্রতিযোগিতার অংশ হিসেবে ৪,২৫,১৭৭ টি শব্দ যোগ করেন এবং ৯৪টি নিবন্ধ তৈরি করেন।
- দেলওয়ার হোসেন (দ্বিতীয় স্থান) দেলওয়ার হোসেন যোগ করেন ৩,৩০,৭৯৬ শব্দ এবং তৈরি করেন ১৪৫টি নিবন্ধ। নিবন্ধ সংখ্যার দিক দিয়ে তিনি প্রথম।
- মুহাম্মদ রিয়াদ (তৃতীয় স্থান) মুহাম্মদ রিয়াদ যোগ করেন ২,২৪,৯১৬ টি শব্দ এবং তৈরি করেন ১১৪টি নিবন্ধ।
বাংলা উইকিসম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিযোগিতার সেরা দশের মধ্য থেকে যারা উপস্থিত ছিলেন এবং বিচারকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রকি মাসুম। পুরস্কার প্রদানের ছবি পাওয়া যাবে এই বিষয়শ্রেণীতে।
ভবিষ্যৎ পরিকল্পনা
এই প্রতিযোগিতার সাফল্য প্রমাণ করেছে যে যথাযথ সমর্থন পেলে ছোট ও কম পরিচিত উইকিমিডিয়া প্রকল্পগুলোরও অপরিসীম সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আমরা আরও এমন প্রকল্প আয়োজন করার পরিকল্পনা করছি যা সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা বজায় রাখবে এবং বাংলা উইকিভ্রমণের দৃশ্যমানতা বৃদ্ধি করবে।
আমরা ভবিষ্যতে নতুন রিসোর্স তৈরি যেমন- টিউটোরিয়াল ভিডিও, এবং অবদানকারীদের সহায়তার জন্য সরঞ্জাম উন্নয়নের কাজ চালিয়ে যাবো। আমাদের এই অগ্রযাত্রায় সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই।
স্বীকৃতি ও কৃতজ্ঞতা
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ এর সাফল্য অংশগ্রহণকারীদের, পরামর্শদাতা এবং আয়োজকদের- যাদের অবদান ছাড়া এটি সফল হত না। প্রকল্পটি স্পন্সর করার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের ধন্যবাদ, জুরিদের অক্লান্ত পরিশ্রমের জন্য আটজন জুরিকে ধন্যবাদ, এবং টেলিগ্রাম গ্রুপে রিয়েল-টাইম সাপোর্ট প্রদানকারী বহু অভিজ্ঞ সম্প্রদায় সদস্যদের কৃতজ্ঞতা জানাই।
অবশেষে, আমাদের গভীর কৃতজ্ঞতা প্রত্যেকটি অংশগ্রহণকারীর প্রতি, যারা বাংলা উইকিভ্রমণকে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছেন। আপনারা যে অবদান রেখেছেন তা স্থায়ী প্রভাব ফেলেছে এবং আমরা আপনাদের সাথে এই যাত্রা চালিয়ে যেতে আগ্রহী।