আর দেখা যাবেনা আইপি ঠিকানা

“এটি একটি উন্মুক্ত বিশ্বকোষ, যা সবাই সম্পাদনা করতে পারে”—এটাই উইকিপিডিয়ার মূলমন্ত্র। এখানে ‘সকলের’ মানে সত্যিই সকলের! এমনকি সম্পাদনার জন্য অ্যাকাউন্ট খোলারও প্রয়োজন হয় না। তবে অ্যাকাউন্টবিহীন সম্পাদনা করলে, ব্যবহারকারীর আইপি ঠিকানা সম্পাদনার লগে জনসমক্ষে প্রদর্শিত হয়, ‘ইতিহাস দেখুন’ লিংকে ক্লিক করে যে কেউই তা দেখতে পারে। আইপি ঠিকানা সংরক্ষণের যৌক্তিক কারণও রয়েছে, কারণ এই উন্মুক্ততার সুযোগ নিয়ে অনেকেই অপব্যবহার করে, যেমন: স্প্যামিং বা কোনো ব্যক্তির নামে থাকা নিবন্ধে মানহানিকর তথ্য যোগ করা। এ ধরনের কার্যকলাপ প্রতিরোধে প্রশাসকরা আইপি ঠিকানা ব্লক করে থাকেন। যৌক্তিক কারণ যেমন রয়েছে তেমন রয়েছে এর নিরাপত্তা ঝুঁকিও রয়েছে—আইপি ঠিকানার মাধ্যমে সহজেই কারও অবস্থান বা ডিভাইস শনাক্ত করা সম্ভব। বিশেষ করে, যেখানে বাকস্বাধীনতা সীমিত, সেইসব অঞ্চলে এই ঝুঁকি আরও মারাত্মক হতে পারে। তাহলে, সমাধান?

এই সমস্যাগুলো এবং ইউরোপীয় জিডিপিআরের মতো গোপনীয়তা আইনকে বিবেচনায় রেখে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইনি দল সিদ্ধান্ত নেয় যে জনসম্মুখে আর আইপি ঠিকানা প্রদর্শিত হবে না। তবে প্রয়োজনীয় অধিকার আছে এমন কিছু নির্দিষ্ট ‘বিশ্বস্ত ব্যবহারকারী’ আইপি ঠিকানা দেখতে পারবেন। এই ‘বিশ্বস্ত ব্যবহারকারী’ কারা হবেন তা নির্ধারণের ক্ষমতা থাকবে উইকিমিডিয়া সম্প্রদায়ের হাতে। তবে পূর্বনির্ধারিতভাবে প্রশাসক, ব্যবহারকারী পরীক্ষক এবং বৈশ্বিক স্টুয়ার্ডরা আইপি ঠিকানা দেখতে পারবেন।

এই নতুন ব্যবস্থা যেভাবে কাজ করবে: যখন কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট না খুলে উইকিপিডিয়ায় সম্পাদনা করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে একটি অস্থায়ী অ্যাকাউন্ট তৈরি হবে। বেনামী ব্যবহারকারী নিজে ও অন্যরা সম্পাদনাগুলো ওই অস্থায়ী অ্যাকাউন্টের অধীনে দেখতে পাবেন। এই অস্থায়ী অ্যাকাউন্টগুলো সাধারণ অ্যাকাউন্টের মতোই বিজ্ঞপ্তি পাবেন এবং তাদের আলাপ পাতায় বার্তাও দেওয়া যাবে। তবে, অল্প কিছু সুবিধাপ্রাপ্ত ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ এই অস্থায়ী অ্যাকাউন্টগুলোর আইপি ঠিকানা দেখতে পাবেন না। সাধারণত, একটি অস্থায়ী অ্যাকাউন্ট এক বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে ব্রাউজারের কুকিজ বা আইপি পরিবর্তন হলে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হবে। সাধারণ অ্যাকাউন্টের ন্যায় প্রশাসকরা এই অ্যাকাউন্টকে বাধা দিতে পারবেন এবং স্টুয়ার্ডরাও অস্থায়ী অ্যাকাউন্টকে বৈশ্বিকভাবে বাধা দিতে পারবেন। এখানে বলে রাখি, বৈশ্বিকভাবে বাধাদানের মতো কোনো বৈশিষ্ট্য ইতোপূর্বে ছিলনা। পূর্বে অ্যাকাউন্ট শুধু বৈশ্বিকভাবে লক করা যেতো। কোনো অ্যাকাউন্ট লক করা হলে ওই অ্যাকাউন্টে আর লগইন করা যায় না এবং চাইলেই নতুন অ্যাকাউন্ট খুলতে পারে। একারণে এরকম একটি নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জ দেখা দেয় যে, অস্থায়ী অ্যাকাউন্ট লক করলে পরবর্তীতে সম্পাদনাতেই আগের সেশন মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়ে নতুন একটি অস্থায়ী অ্যাকাউন্ট তৈরি হয়। তবে এখন, বৈশ্বিক বাধাদানের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের অন্তর্গত আইপিকে ব্লক করা সম্ভব, যা ‘অটোব্লক’ নামে পরিচিত।

অস্থায়ী অ্যাকাউন্টগুলোর নাম হবে এরূপ: ~2024-12345-67। অর্থাৎ সাল ও তারিখের ভিত্তিতে নামকরণ হবে এবং নামের শুরুতে একটি ‘~’ চিহ্ন থাকবে। ফলে সহজেই এগুলো আলাদা করা যাবে। প্রশাসকসহ বিশেষাধিকারপ্রাপ্ত ব্যবহারকারীরা অ্যাকাউন্টের নামের পাশে ‘Show IP’ বা ‘আইপি দেখান’ নামে একটি লিংক দেখতে পাবেন। দেখতে পারবেন একটি নির্দিষ্ট আইপি রেঞ্জে থাকা সবগুলো অস্থায়ী অ্যাকাউন্টের তালিকা।

প্রশ্ন হতে পারে, কবে নাগাদ এই বৈশিষ্ট্য সব উইকিতে চালু হবে? কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে, ২০২৫ সালের শুরুতে এটি সব উইকিতে চালু হতে পারে। তবে উইকিমিডিয়ার পরীক্ষা উইকিতে এটি ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যে কেউ এখানে গিয়ে নতুন এই বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখতে পারেন। মাঝারি আকারের কয়েকটি উইকিতে এটি শীঘ্রই চালু হবে বলে জানা গেছে। অবশ্য এই তালিকায় বাংলা উইকিপিডিয়া নেই।