গোপন ব্যালটে নির্বাচিত হলেন উইকিমিডিয়া বাংলাদেশের নয়জন নির্বাহী পরিষদ সদস্য

২০১১ সালে উইকিমিডিয়া বাংলাদেশ উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক চ্যাপ্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অনলাইন এবং অফলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ১৩ বছরের দীর্ঘ পথচলায় উল্লেখযোগ্য পরিসর লাভ করেছে। সময়ের বিবর্তনে, নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন পদ্ধতিতেও এসেছে পরিবর্তন।

উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র অনুসারে, প্রতি দুই বছর অন্তর বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদের নয়জন সদস্য নির্বাচনের নিয়ম রয়েছে। কোনো পদ শূন্য হলে, নির্বাহী পরিষদ নিজেরাই নতুন সদস্য মনোনীত করতে পারে। ২০২৪-২৫ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচন নিয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে প্রস্তুতি শুরু হয়।

৯ ডিসেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল পরবর্তী নির্বাহী পরিষদের নির্বাচন। আমি একটি প্রস্তাব রাখি যে, মৌখিক ভোটের পরিবর্তে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য প্রক্রিয়া প্রণয়ন করে নির্বাচনের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা উচিত। ঐশিক রেহমান এই প্রস্তাবকে সমর্থন করে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পরামর্শ দেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হবে এবং একটি নির্বাচন কমিটি গঠন করা হবে।

পরে সংগঠনের অভ্যন্তরীণ মেইলিং লিস্টে এ নিয়ে আরও আলোচনা হয়, এবং কিছু নির্দিষ্ট প্রস্তাব আসে। ২৭শে ডিসেম্বর গঠিত হয় তিন সদস্যের নির্বাচন কমিটি, যার নেতৃত্বে ছিলেন প্রত্যয় ঘোষসুব্রত রায়তানভির রহমান ছিলেন কমিটির অন্যান্য সদস্য। নির্বাচন কমিটি একটি রূপরেখা প্রণয়ন করে সকল সদস্যকে জানায় এবং প্রার্থীদের মনোনয়নপত্র আহ্বান করা হয়।

৭ থেকে ১৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত হয়। যাচাই-বাছাই শেষে ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়। বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন কমিটি ১২ জনের মনোনয়ন গ্রহণ করে। ২৭ জানুয়ারি ২০২৪ বার্ষিক সাধারণ সভার দিন আসে সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন সভায় উপস্থিত ভোটাররা ‘ইলেকশন বাডি’ নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে ভোট প্রদান করেন এবং নয়জন সদস্য নির্বাচিত হন। ২০২৪-২৫ মেয়াদে যারা ইসি সদস্য নির্বাচিত হলেন (নামের উপর ক্লিক করলে মনোনয়নপত্র দেখা যাবে)-

নির্বাচিত এই কমিটি তাদের অভ্যন্তরীন সভায় সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করে নেন। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা, সাধারন সম্পাদক মাসুম আল হাসান ও কোষাধ্যক্ষ মহীন রিয়াদ। নব নির্বাচিত এই কমিটি উইকিমিডিয়া বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিবে বলে সকলের প্রত্যাশা।